29 শে অক্টোবর Open Access Week 2022 উদযাপন করবে Open Access Bangladesh
আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ হতে বিশ কিংবা তিরিশ বছর আগেও এনসাইক্লোপিডিয়া ছিল পৃথিবীর সামগ্রিক জ্ঞানের অন্যতম ভান্ডার। ঢাউস সাইজের একেকটা এনসাইক্লোপিডিয়া কিনতে খরচ করতে হতো হাজার হাজার টাকা। বড় বড় লাইব্রেরি এবং সৌখিন মানুষেরা ছাড়া এই তথ্যভান্ডার কারও সংগ্রহে রাখা ছিল অসম্ভব ব্যাপার।
এবার আপনি ভাবুন তো, বর্তমান সময়ে আপনার কোন বিষয়ে কোন তথ্যের প্রযোজন হলে আপনি কি করবেন? হ্যাঁ আপনি প্রথমেই গুগল করবেন। আর এরপর গুগলের সার্চ রেজাল্ট থেকে সবচেয়ে অথেন্টিক উত্তরটা খুজতে চাইবেন। এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার এই অনলাইন তথ্যের সহায়ক হবে উইকিপিডিয়া, যার শ্লোগান হলো the free encyclopedia বা বাংলায় বললে উন্মুক্ত বিশ্বকোষ।
এই উইকিপিডিয়া কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এটি মুক্ত জ্ঞান নিয়ে কাজ করে যাওয়া একটি বৈশ্বিক আন্দোলনের ফসল যার নাম open access. বহুদিন ধরেই এই আন্দোলনের কুশীলবরা উপাত্ত, শিক্ষা ও গবেষণাকে উন্মুক্ত করে দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে। পরীক্ষা – নিরিক্ষা করে যাচ্ছে কিভাবে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলগুলো উন্মুক্ত করে দিয়ে বৃহত্তর মানব কল্যাণে কাজে লাগানো যায়।
আপনি জানলে অবাক হবেন যে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় নিজেদের গবেষণাগুলো জার্নালে প্রকাশ করে, শুধুমাত্র সঠিক পলিসির অভাবে সেই গবেষণাগুলোকেই তাদেরকে আবার কিনে নিতে হয়। অর্থাৎ নিজেদের গবেষণাগুলোকে নিজেকেই কিনতে হয়।
বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকেরা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশ করে থাকেন। কিন্তু একটি সঠিক open access পলিসির অভাবে গবেষক নিজের গবেষণা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারেন না। অনেকক্ষেত্রে এমনকি নিজের গবেষণা নিজেকেই কিনতে হয়। অথচ যে কোন গবেষণা আর্টিকেলের স্বার্থকতা তার বহুল ব্যবহারের ভেতরে নিহত।
আর এখানেই কাজ করে open access. শিক্ষা, data বা উপাত্ত এবং গবেষণাকে উন্মুক্ত করার বিভিন্ন পথ ও পদ্ধতি নিয়ে কাজ করে Open Access. Open Access এর বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে ২০১৭ সালে বাংলাদেশেও যাত্রা শুরু হয় Open Access Bangladesh এর। এক দল তরুণের হাত ধরে দেশের শিক্ষা, উপাত্ত ও গবেষণাকে উন্মুক্ত করার প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মতো open access Bangladesh ২৪-৩০ অক্টোবর উদযাপন করবে open access week 2022. যার এবারের শ্লোগান open for climate Justice.
Open Access Bangladesh স্বপ্ন দেখে একদিন গবেষণা, উপাত্ত ও শিক্ষায় সকলের প্রবেশাধিকার নিশ্চিত হবে। বিশ্বের তথ্যভান্ডার হবে উন্মুক্ত সকল মানুষের জন্য।